ঢাকা থেকে প্রচারিত একটি অনলাইন সংবাদ মাধ্যমে “ছাত্রদলের শ্রাবণ ও শ্যামলের অর্থবাণিজ্যের অডিও ফাঁস” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
নিউজটি সম্পর্কে জানতে চাইলে নেতৃদ্বয় বলেন, একটি অনলাইন পোর্টাল আমাদের নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট নিউজ প্রকাশ করেছে। নিউজের শিরোনামে আমাদের নাম জড়ানো হলেও নিউজের মধ্যে যে ফোন রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে সেটি আমাদের নয়। নিউজটি পড়ার পরে কারোই বোঝার অপেক্ষা রাখেনা যে কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত নিউজ। আমরা এরকম একটি মিথ্যা বানোয়াট নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক সহ-সভাপতি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল এর নেতৃত্বে খুব সুন্দর ও সাবলীল ভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বার্থন্বেষী একটি মহল আমাদের প্রাণের সংগঠনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন নাম না-জানা অনলাইন পোর্টালে আজে বাজে নিউজ করাচ্ছে। এসকল আওয়ামী দোষররা গণতন্ত্র ও জিয়া পরিবারের শত্রু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র থেকে তৃনমূলের প্রতিটি নেতাকর্মী এসকল আওমী দোষরদের প্রতিহত করতে প্রস্তুত।
ছাত্রদলের আরেক নেতা বলেন, ছাত্রদলের দীর্ঘদিন পর অনুষ্ঠিত কাউন্সিলে সরাসরি তৃণমূল নেতৃত্বের ভোটে নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর নেতৃত্বে ছাত্রদল সু-সংগঠিত। কোন কুচক্রি মহল বা কোন অপশক্তি ছাত্রদলের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
এদিকে যার ভয়েস উল্লেখ করে অনলাইনটিতে নিউজ করা হয়েছে সেই ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ এই নিউজকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেইজবুক স্টাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে মাসুম বিল্লাহ লিখেন, অনলাইনের মাধ্যমে আমার নামে যে মিথ্যা রেকর্ড ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার কন্ঠ এডিট করে যারা এই কাজ করেছে আমি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো।আমি হলফ করে বলতে পারি এটা আমার কন্ঠ না।