1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনিরুজ্জামান ইসলামাবাদীর ১৪৬ তম জন্মবার্ষিকী পালন চট্টগ্রামে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

মনিরুজ্জামান ইসলামাবাদীর ১৪৬ তম জন্মবার্ষিকী পালন চট্টগ্রামে

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার

অনগ্রসর বাঙালি জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত জীবন দান করেছেন মনিরুজ্জামান ইসলামাবাদী’ ১৪৬তম জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকালে মন্তব্য করেছেন বক্তারা।

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সমাজসংস্কারক, রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও বঙ্গীয় আইন পরিষদের সদস্য মাওলানা মনিরুজ্জামান
ইসলামাবাদীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (২২ আগস্ট ২০২১) সকাল ১১টায় মনিরুজ্জামান ইসলামাবাদী গবেষণা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক এতিমখানা সম্মুখে ইসলামাবাদীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও গবেষণা পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আবু বক্করের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন→ বিশিষ্ট ব্যাংকার ও গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক কবি আবদুল আলীম, চট্টগ্রাম গণঅধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজু, ইসলামাবাদী গবেষণা পরিষদের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সাবেক সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, মানবাধিকার সংগঠক মো. জাফর ইকবাল, প্রবীণ রাজনীতিবিদ আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী নেছার আহমদ খান, পরিবেশ উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, রাজনীতিবিদ মো. নুরুল হুদা চৌধুরী, নুর মোহাম্মদ দোহাজারী, ফয়েজ আহমেদ টিপু, শহীদুল ইসলাম, মোহাম্মদ ওসমান গণি, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, ইমরান সোহেল, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সুফি ওমর ফারুক, সমীরণ পাল প্রমুখ।

সভার বক্তারা বলেন- অনগ্রসর বাঙালি জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত জীবন দানের জন্য মনিরুজ্জামান ইসলামাবাদী আজীবন কাজ করেছেন। তিনি চট্টগ্রামের দেয়াং পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করে এতে প্রাথমিক কাজ শুরু করেছিলেন। চট্টগ্রামের কদম মোবারক মুসলিম এতিমখানা তাঁরই অবদানের ফসল। তিনি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবনবাজি রেখে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে কাজ করেছেন, জেল খেটেছেন। ভারতীয় উপমহাদেশের মুসলিম কর্তৃক প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হাবলুল মতিন প্রকাশ করেন তিনি।

মাওলানা ভাসানীর মতো মানুষ ইসলামাবাদীর ভাবশিষ্য ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান ইসলামাবাদীর আদর্শ চর্চা করতেন। মনিরুজ্জামান ইসলামাবাদী বাংলা ভাষা চর্চার জন্য লেখনির মাধ্যমে অবিস্মরণীয় ভূমিকা রাখেন। চট্টগ্রাম তথা বঙ্গদেশের ইতিহাসে তাঁর মতো দেশপ্রেমিক রাজনীতিবিদ অদ্বিতীয়। এখনো তাঁর সমকক্ষ আমরা দেখতে পাই না। কৃষিভিত্তিক সমাজ ও দেশ উন্নয়নের জন্য তিনি নিবেদিত ছিলেন। মুসলমান
অনগ্রসর জাতিকে শিক্ষার জন্য তিনি কাজ করেছেন। এতিম-অনাথ শিশুদের শিক্ষার উন্নয়নে তাঁর ভূমিকা অপরিসীম।

সভা শেষে ইসলামাবাদীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন- কদম মোবারক মুসলিম এতিমখানার শিক্ষক আলহাজ্ব মাওলানা আবুল কাশেম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম