মাগুরার শ্রীপুরে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা শ্রীপুরের আলোকিত সেচ্ছাসেবক বৃন্দের উদ্যোগে করোনায় আক্রান্ত আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল ও তার স্ত্রী,কন্যাসহ দেশ বিদেশের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের আশু রোগ মুক্তির জন্য ১৩ আগষ্ট শুক্রবার বাদ জুময়া খামারপাড়া গোরস্থান মোড় বাইতুন নূর জামে মসজিদ ও টুপিপাড়া উত্তর শাহ্ পাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খামার পাড়া গোরস্থান মোড় বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও উক্ত মসজিদের পেশ ইমাম খন্দকার আবু সাঈদ।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ও যুবনেতা হুমাউন পারভেজ জিয়া, যুবনেতা খালিদ হাসান মিঠুসহ আরো অনেকে।