মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শ্যামানন্দ কুন্ডু।
তিনি গত ৫আগস্ট(বৃহস্পতিবার) এই পদে যোগদান করেন। পদোন্নতিজনিত বদলীর কারনে এসিল্যান্ড হাসিনা মমতাজের শূন্য পদে তিনি যোগদান করেন। হাসিনা মমতাজ মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে বদলী হয়েছেন।
শ্যামানন্দ কুন্ডু খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের কৃতি সন্তান।
তিনি খুলনার ডুমুরিয়া হাইস্কুল থেকে এস.এস. সি, খুলনা পাবলিক কলেজ থেকে এইচ. এস. সি. পাশ করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি প্রথমবারেরই ৩৬তম বিসিএস-এ অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে কর্মময় জীবন শুরু করেন। পদোন্নতি পেয়ে চলতি মাসের ৫তারিখে সহকারী কমিশনার (ভূমি)হিসেবে শ্রীপুরে যোগদান করেন বলে জানা গেছে।