মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের হরিন্দী ও সাচিলাপুর আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীদের মাঝে ০১আগষ্ট রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ সাচিলাপুর আশ্রয়ণ প্রকল্পের ৬৬ জন ও হরিন্দী আশ্রয়ণ প্রকল্পের ৩৫ জনসহ দুটি আশ্রয়ণ প্রকল্পের ১০১ জন অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে চাউল,আটা,ডাউল, সোয়াবিন তেল,চিনি ও লবণসহ খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন ও নাসিরুল ইসলাম নাজিরসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণবাসীদের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। প্রতি পরিবারের মধ্যে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, এক কেজি তেল, এক কেজি চিনি, এক কেজি ডাউল ও এক কেজি লবণ রয়েছে। উপজেলার সকল আশ্রয়ণ প্রকল্পে অনুরূপভাবে খাদ্য সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ।