মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ আগষ্ট সোমবার দুপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক মাগুরায় কর্মরত সাংবাদিকদের করোনাকালিন ২য় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলায় কর্মরত ১৮ জন সাংবাদিক আর্থিক সহায়তার এ চেক পেয়েছেন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে এ চেক বিতরণ করেন।
জেলা তথ্য অফিস ও মাগুরা জেলা প্রেস ক্লাবেন যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রতি সাংবাদিককে ১০ হাজার টাকার এ চেক তুলে দেয়া হয়। জেলা তথ্য অফিস ও মাগুরা প্রেসক্লাব এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মুসাফির নজরুলসহ অন্যরা। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।