কুমিল্লার চৌদ্দগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘করপাটি ও বৈলপুর মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর পক্ষ থেকে একজন অসহায় অসুস্থ ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুরে রোগির বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অতিথি ছিলেন ‘মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা কাজী মো: মহি উদ্দিন মুকুল, মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আক্কাছ মজুমদার, মানবতার ডাক সামাজিক সংগঠনের সভাপতি মো: ইউসুফ মিয়াজি, সাধারণ সম্পাদক মো: রোকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো: সাদ্দাম হোসেন মোল্লা প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলৈন।