1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে পরিবারের অবহেলায় গার্ড অব অনার পেলেন না বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়ন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত সাভার ডিওএইচএস: পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওযয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতইসলামীর রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল

মীরসরাইয়ে পরিবারের অবহেলায় গার্ড অব অনার পেলেন না বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্লাহ

মীরসরাই প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৯৮ বার

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আবদুর রশীদ মুহুরী বাড়ীর (প্রকাশ মিন্টু চেয়ারম্যান বাড়ির) নুর মোহাম্মদের পুত্র মুক্তিযোদ্ধা সাজেদ উল্লাহ গত মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে তিনি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ঐ মুক্তিযোদ্ধা করোনায় আক্রান্ত হয়ে‌ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও বাড়ির লোকজনের মনে আতঙ্কের সৃষ্টি হয় ।

এ ব্যাপারে সরজমিনে গিয়ে জানা যায়, ওই মুক্তিযোদ্ধার পুরো পরিবার করোনায় আক্রান্ত , এই আতঙ্কে বাড়ির লোকজন মুক্তিযোদ্ধার সন্তানের সাথে ফোনে যোগাযোগ করলে তারা বলেন করোনা আক্রান্ত ব্যক্তির লাশ বাড়িতে না এনে কবরস্থানে দাফন করতে। এসময় বাড়ির লোক কয়েকজন মিলে বাড়ির প্রবেশ পথে বাঁশ পুঁতে দিয়ে বাড়ির পথ বন্ধ করেছিলো বলে জানা যায়। বাধাদানকারী ও মৃতব্যক্তি একই বাড়ির সদস্য এবং তাঁরা পরস্পরের শ্যালক – দুলাভাই ও চাচাতো ভাই।

এ ব্যাপারে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হালিম এর সাথে কথা বলে জানা যায়, তিনি ওই মুক্তিযোদ্ধার লাশ দাফনের খবর শুনে কবর খোড়ার কাজে আনুষঙ্গিক জিনিস দিয়ে সার্বিক সহযোগিতা করেন। তিনি আরো বলেন দাফনের নির্দিষ্ট সময় তাকে জানানো হয়নি পরিবারের পক্ষ থেকে। পরে‌ আমি জানতে পারি স্বেচ্ছাসেবী সংস্থা শেষ বিদায়ের বন্ধু সংগঠন এর স্বেচ্ছাসেবীরা লাশের গোসল ও দাফনের ব্যবস্থা করেন ।

৭১ এর রণাঙ্গনের সম্মুখসারিতে যুদ্ধ করা এ বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান টুকু দেয়া সম্ভব হয়নি পরিবারের সদস্যদের অস্বচ্ছ তথ্য ও তাড়াহুড়োর কারণে । এজন্য রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ছাড়াই কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তার জানাজায় উপস্থিত হতে পারেন নাই উপজেলা প্রশাসন। সময় স্বল্পতা এবং মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীসহ পরিবারের অন্যান্য চার সদস্য করোনা আক্রান্ত থাকায় এবং মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে আইসিইউ -তে থাকায় প্রশাসন বা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অবহিত না করে পরিবারের একক সিদ্ধান্তে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করা হয় ।

উল্লেখ্য ঐ ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আবদুর রশীদ মুহুরী বাড়ীর নুর মোহাম্মদের পুত্র বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্লাহ ৩০ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হন। সাজেদ উল্লাহ’র স্ত্রী লুৎফুর নাহার (৬৫) ও তার পরিবারের ৫ সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনেক টাই বিচলিত ছিল সবাই । মৃত্যুর পর তার ২ ছেলে চট্টগ্রাম শহর থেকে লাশ দাফনের জন্য পরবর্তীতে তারা মীরসরাই সদর ইউনিয়নের শেষ বিদায়ের বন্ধু সংগঠনের কার্যালয়ে লাশের গোসল শেষে গ্রামের কবরস্থানে নিয়ে আসেন।

সাজেদ উল্লাহ’র মেঝো ছেলে হোসেন জামিল বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর গ্রামের লোকজন লাশের গোসল করানো, কবরের মাটি খোঁড়া ও দাফন করতে পারবে না বলে জানান। আমাদের বাড়ির গালিব নামে একজন বাড়ির প্রবেশমুখে বাঁশ পুঁতে দেয়; যাতে অ্যাম্বুলেন্স বাড়িতে প্রবেশ করতে না পারে।

পরবর্তীতে বিষয়টি করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে জানালে তিনি স্বেচ্ছাসেবী সংস্থা শেষ বিদায়ের বন্ধু’র মাধ্যমে লাশ পরিবহন ও গোসলের ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, আমি বুধবার (৪ আগস্ট) সকাল ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বাসায় যায় বাবার মৃত্যুর খবরটি দেওয়ার জন্য। তিনি ঘুমে থাকায় দেখা করতে পারিনি। তবে নিরাপত্তা প্রহরীকে বাবার মৃত্যুর বিষয়টি অবহিত করে এসেছি।

পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদকে মোবাইলে বাবার মৃত্যু ও জানাযার সময় সকাল ৯টায় নির্ধারণের বিষয়টি জানাই। তিনি গার্ড অব অনারের বিষয়ে ইউএনওকে জানাবেন বলে আমাকে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহাম্মদ জানান উপজেলার সহকারি কমান্ডার ফজলুল করিম এর মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা সাজদ উল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার বিষয়টি শুনেন । সকাল আটটায় ফোন দিয়ে ৯ টায় জানাজার কথা জানান ১০টায় করার জন্য বলি। তার বাড়ি ও গ্রামবাসীর বিরোধিতার কথা না জানিয়ে পরিবারের লোকজন তাড়াহুড়া করে নির্দিষ্ট সময়ের আগে দাফন করে। তিনি এ সময় আরও বলেন উপজেলা প্রশাসন পথের মধ্যে জানতে পারে নির্দিষ্ট সময়ের আগে লাশ দাফন সম্পন্ন হয়।

শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক (সেবা) নিজাম উদ্দিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্লাহ’র দাফন কাফনে এলাকাবাসী অসহযোগিতা ও মুক্তিযুদ্ধ ছেলেদের তাড়াহুড়ার কারণে নির্দিষ্ট সময়ের আগে দাফন সম্পন্ন করা হয়।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, মুক্তিযোদ্ধা সাজেদ উল্লাহর লাশ গ্রামবাসী বাধা দিলে আমি, ইউপি সদস্য মো. শহীদ ও নাসিম উদ্দিন রুবেল সহ কবর খোঁড়ার ব্যবস্থা করি।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্লাহকে গার্ড অব ওনার প্রদানের জন্য মুক্তিযোদ্ধা কমান্ডার ও পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০ টায় সময় নির্ধারণ করা হলেও সময় স্বল্পতা এবং মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীসহ পরিবারের অন্যান্য চার সদস্য করোনা আক্রান্ত থাকায় এবং মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে আইসিইউ -তে থাকায় প্রশাসন বা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অবহিত না করে পরিবারের একক সিদ্ধান্তে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম