মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব ও মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও পথচারীদের মাঝে মাক্স বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার আব্দুল ফাত্তাহ্ মহিউদ্দিন সড়কে দিনব্যাপী অর্ধশতাধিক বৃক্ষ রোপন ও মাক্স বিতরণ করা হয়। মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ সদর (সার্কেল) মিনহাজ উল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে অর্থ সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মুকবুল হোসেন, কার্যকরী সদস্য মোঃ আবুল কালাম, সদস্য সালমান হাসান, মোঃ মমিন বিশ্বাস, মাসুম হোসেন অপু প্রমুখ।