প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর সহায়তায় রাউজানের ডাবুয়া ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মধ্যে চাউল বিতরণ করা হয়। এতে ২শত পরিবারকে দশ কেজি করে চাউল বিতরণ দেয়া হয়। ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে রাউজানের ডাবুয়া ইউনিয়ন পরিষদ মাঠে দরিদ্র পরিবারের মধ্যে চাউল বিতরণ করেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী ।এসময় উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শওকত হোসেন চৌধুরী, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন, মিটু শীল, জসিম উদ্দিন, ওবাইদুল হক চৌধুরী মাহমুদ, মহিলা মেম্বার রিংকু মুৎসদী, নারগিস আকতার, কোহিনুর বেগম, যুবলীগ নেতা নুরুনবী প্রমুখ।