চট্টগ্রামের রাউজান উপজেলার হকার্স সমিতির সাবেক সভাপতি প্রয়াত সাধন শীলের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাউজান প্রেসক্লাব।২৮ আগস্ট শনিবার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাধন শীলের ক্রিয়া কর্ম সম্পাদন করতে তার পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সব খাদ্যসামগ্রী গ্রহন করেন প্রয়াত সাধন শীলের জৈষ্ঠপুত্র সকাল শীল। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু,তৈল,পিঁয়াজ,চিনি,চা পাতা,মুসর ডাল,লবন। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা,যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী,সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী,অর্থ সম্পাদক হাবিবুর রহমান,সদস্য লোকমান আনছারী,শাহাদাত হোসেন সাজ্জাদ,সাংবাদিক আলাউদ্দিন,আরফাত হোসাইন প্রমুখ।