রাউজান প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দের সাথে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ২ টায় রাউজান প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান, চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক অজয় দেব শীল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মীর আসলাম (দৈনিক আজাদী), মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন( দৈনিক ইনকিলাব), প্রদীপ শীল (চট্টগ্রাম মঞ্চ), সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন( দৈনিক প্রথম আলো), সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ(সাপ্তাহিক স্লোগান), সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ(দৈনিক বর্তমান), নেজাম উদ্দিন রানা(দৈনিক ভোরের দর্পন), যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী( দৈনিক ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী(দৈনিক মানব কণ্ঠ), অর্থ সম্পাদক হাবিবুর রহমান (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু (দৈনিক অর্থনীতি), নবাগত সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ(আমাদের নতুন সময়) ও লোকমান আনসারী (আমার সংবাদ)।
মতবিনিময় সভায় ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, রাউজানের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও জনগণের সেবা নিশ্চিত করতে রাউজান থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে সাংবাদিকদেরও বিশেষ ভুমিকা রয়েছে। নানান প্রকার গুজব ও অপ-সাংবাদিকতা রোধে তিনি প্রকৃত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।