রাউজানে উপজেলায় কর্মরত দুই সাংবাদিককে সদস্যপদ প্রদান করেছেন রাউজান প্রেস ক্লাব। নতুন সদস্যপদ প্রাপ্ত দুই সাংবাদিক হলেন দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি মো. আরফাত হোসাইন ও দৈনিক আমাদের কণ্ঠের মো. আলাউদ্দিন।২৮ আগস্ট (শনিবার ) বেলা ১২ টায় রাউজান প্রেস ক্লাব কার্যলয়ে সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় এক বিশেষ অনুষ্ঠিত হয়। সভায় তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক গত সভার সিদ্ধান্তানুসারে এই সদস্যপদ প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মীর আসলাম, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য লোকমান আনসারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ। সভায় নতুন সদস্যপদ প্রাপ্ত মো. আরাফাত হোসাইন ও মো. আলাউদ্দিন তাদের অনুভূতি প্রকাশ করেন।