লালমনিরহাটের হাতিবান্ধায় মসজিদে নামাজ পড়তে গিয়ে ব্যাটারি চালিত ভ্যান চুরি হওয়া সংবাদটি শ্যামল বাংলা অন-লাইনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের পর এক আমেরিকান প্রবাসি ওই ভ্যান চালক মঈনুল ইসলামকে একটি নতুন ভ্যান কিনে দেন।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, মঈনুল ইসলামের হাতে নতুন ভ্যান গাড়িটি তুলে দেন। এর আগে ভ্যান চুরি হওয়ার পর হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ভ্যান চালক মঈনুল ইসলামের বাড়িতে গিয়ে একটি নতুন ভ্যান দেয়ার আশ্বাস দেন। আমেরিকান প্রবাসী হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলমের মাধ্যমে ব্যাটারি চালিত ভ্যানটি তার নিকট হস্তান্তর করেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মঈনুল ইসলাম (৫০)। মঈনুল ইসলামের নিজের বলতে কিছুই নেই। মাত্র ৪ শতাংশ জমিতে বাড়ি করে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ৯ সদস্যের পরিবার তার। জানা গেছে, গত ৩০ জুলাই অটোভ্যান নিয়ে উপজেলার বড়খাতা কেরামতিয়া বড় মসজিদে (ভাঙ্গা মসজিদ) নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। সেখানে গিয়ে ভ্যানটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় শেষে বের হয়ে দেখেন সেটি আর নেই। ভ্যান চালক মঈনুল ইসলাম কিছুদিন আগে ব্র্যাক এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেন। সেটি চালিয়ে যা পেতেন তা দিয়ে কিস্তি দেয়ার পর সংসার চালাতেন। এখন সেটাও নাই। কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বলেই হাউমাউ করে কেঁদে ফেলেন মঈনুল ইসলাম। অবশেষে তার সমস্যার সমাধান হলো।
আর যিনি ভ্যানটি উপহার হিসাবে দিয়েছেন তার জন্য মন থেকে দোয়া করেন মঈনুল।
এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ভ্যান চুরি হওয়ার ঘটনাটি বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়ার পর
আমার পরিচিত একজন আমেরিকান প্রবাসী ওই মঈনুলকে একটি ভ্যান উপহার দেন।