২৮ আগস্ট লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র সহযোগিতায় চক্ষু ক্যাম্প ও বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়। চক্ষু ক্যাম্পে ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির প্রায় ১৫০জন কর্মকর্তা – কর্মচারীকে বিনামূল্যে চক্ষুসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য বজায় রাখা, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় ২০০টি ফলজ, বনজ, ঔষধি চারাগাছ রোপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর সিকান্দার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ: বি: সিনেট সদস্য ও ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া ও প্রফেসর শামসুজ্জোহা। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু এম. জে. এফ, ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন আবুবক্কর সিদ্দিকী পি.এম. জে. এফ , লায়ন ওসমান গনি চৌধুরী এম জে এফ (জি এস টি)। এসময় আরো উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানার বেগম, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস কে বিশ্বাস, জোন চেয়ারপার্সন লায়ন হোমায়রা কবির চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন জামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট -১ লায়ন আবেদা বেগম, ক্লাব সেক্রেটারী লায়ন মির্জা মোঃ ইলিয়াস, ক্লাব সদস্য সিজারুল ইসলাম, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মরিয়ম কুরাইসি ও লিও সদস্যবৃন্দ এবং ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।