শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জম্মবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে হাটহাজারীতে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো- শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানায় হাটহাজারী উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, এবং উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের নেতৃত্বে এতে অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী মডেল থানা র ওসি মো. রফিকুল ইসলাম এবং ওসি (অপারেশন) তৌহিদুল করিম।
পরে একে একে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা, হাটহাজারী মডেল থানা, হাটহাজারী খেলোয়াড় সমিতি, জাগৃতি, হাটহাজারী স্পোর্টস ক্লাব, কামাল পাড়া যুব সংঘ, হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতি প্রমূখ সংগঠনের নেতৃবৃন্দ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পর্পন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী আজ ৫ আগস্ট। ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনিরা হত্যা করলে তিনিও তাতে শহীদ হন।
পরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় এবং মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
এতে পরিষদের সকল কর্মকর্তাগণ ছাড়াও অংশ নেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর, এবং ক্রীড়াসংগঠক মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ শাহেদুল হক খোকন, স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদী, মো. ফিরোজ ও সাকেরিয়া চৌধুরী সাগর।
জাগৃতি সভাপতি লোকমান চৌধুরী, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক এম এ ছালাম, হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব পাভেল, কামাল পাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।- ৫ আগস্ট ২০২১