মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে শ্রীনগরের ৩১টি মসজিদ,৩টি মন্দির ৩টি বাজারে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। গতকাল রবিবার আসরের নামাজের শেষে মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য, ও শ্রীনগর উপজেলা কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমতের ব্যক্তিগত উদ্যোগে এই দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সকল শহীদদের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়।