মুন্সিগঞ্জ শ্রীনগরে কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২১শে আগষ্ট ভয়াল গ্রেনেড হামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ঘটানায় যারা শহীদ হয়েছেন তদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১আগষ্ট) বিকেল ৫ টার সময় কুকুটিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রঙ্গনে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আঃ হালিম শেখের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্বলের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভুঁইয়া।
বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারদৌস আলম খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফিরোজ আল মামুন, সাধারন সম্পাদক হাজী নেসার উল্লাহ সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাবুল হোসেন বাবু, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মহসিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হাসিম আলী আমিন সহ প্রমুখ।