মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদে ২৮ আগষ্ট শনিবার বিকেল সারে ৫ টায় জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে। আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃহাই শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া, আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী খান।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু কালাম আজাদ ডালু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত আটপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক আল-মামুন টিপু, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্রীনগর উপজেলা ছাত্র লীগ রাকিবুল হাসান মাসুদ, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ প্রমুখ।