মুন্সীগঞ্জ শ্রীনগরে দুবৃত্ত কতৃক জাতিয় শোক দিবসের তোরণ ভাঙ্গার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভির রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে জানাজায়, সারাদেশে গত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। আর শাহাদ বার্ষিকী উপলক্ষে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম মাহাবুব উল্লাহ কিসমত ও সধারণ সম্পাদক শ্রী গোপি নাথের পক্ষ থেকে সমষপুর এলাকায় একটি তোরণ নির্মাণ করেন। ঈর্শ্বান্নিত হয়ে কতিপয় দুবৃর্ত্ত শুক্রবার গভিররাতে তোরণটি ভেঙ্গে ফেলে। এ ব্যপারে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীনগর থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো হেদায়াতুল ইসলাম ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যাবস্তা নেওয়া হবে।