মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিকচু প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার হাসাড়া কালি কিশোর স্কুল ও কলেজ মাঠে ২০২০-২১ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পানিকচু প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাড়া কালি কিশোর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.জামাল উদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জিএম রুনা লাইলার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার খোরশেদ আলম,সুমন সরকার,নাইম হোসেন,জিল্লুর রহমান প্রমুখ।