মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৫ ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপর ২ টায় পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের ফৈনপুর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বি চৌধুরী। বিশেষ উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও বিকল্পধারা নেতাকর্মীরা।