মুন্সীগঞ্জের শ্রীনগরে ৯০০ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার কৃত আসামী হলেন উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন সারেং পাড়া গ্রামের মৃত আমির মোল্লার ছেলে জাকির মোল্লা (২৮), ভাগ্যকুল গ্রামের শাহজাহান শেখের ছেলে রুকু শেখ (২৫), দোগাছি গ্রামের গোবিন্দ দাসের ছেলে কমল দাস (২৮), দক্ষিণ কোলাপাড়ার মৃত মজিদ সারেংর ছেলে সোহাগ মিয়া (৪০)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, গতকাল র্যাব তাদের গ্রেফতার আমাদের কাছে হস্থান্তর করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।