গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারনে সপ্তাহ না যেতেই,দ্বিতীয় দফা বন্যায় রংপুরের গংগাচড়া উপজেলার ৫ নং লক্ষ্মীটারী (মহিপুর) ইউনিয়নের পশ্চিম ইছলী, বাগেরহাট,শংকরদহ জয়রাম ওঝা,চল্লিশসাল এলাকার প্রায় ৬০ টি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।প্রায় দুই শতাধিক বাড়ি এখনো পানি বন্দী এবং এক হাজার একর ফসলি জমি পানির নিচে।এখন পর্যন্ত প্রায় ৫০ টি পরিবার,সহায় সম্বল হারিয়ে যতটুকু পেয়েছে,তা নিয়ে কোন রকমে স্হানীয় স্বেচ্ছাসেবক গনের সহায়তায়, বাঁধের উপরে এসে আশ্রয় নিয়েছে।পানি বন্দী থাকার কারনে অনেকের রান্না করে খাওয়ার সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও উপজেলার কোলকোন্দ,নোহালী, আলমবিদিতর ও মর্নেয়া ইউনিয়নের বেশ কিছু চর এলাকায় শত শত পরিবার পানি বন্দী হয়ে পরেছে।সেই সাথে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।এমতাবস্থায়,উক্ত অসহায় মানুষ গুলোর পাশে,এলাকার বিত্তবান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসবে,অসহায় মানুষ গুলো সেই আশায় করছে।