চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যােগে শনিবার (২১আগস্ট) বিকাল ৩ টায় ফৌজদার হাট কে এম হাই স্কুলের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও গরীবদুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এস এম আল মামুন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন বলেন ১৫ আগস্ট ও একুশে আগস্ট হত্যাকান্ড একই সূত্রে গাঁথা।
আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করাই ছিল ঘাতকদের মুল উদ্দেশ্য। সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলে করিম চৌধুরী নিউটন এর সঞ্চালনায় সভায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জননেতা আ ম ম দিলসাদ,চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, চেয়ারম্যান জাহিদ হোসেন নিজামী, চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা নুরুল ইসলাম, আব্দুস সালাম,ভাটিয়ারী আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল আলম, আলহাজ্ব আসলাম হাবিব, পৌরসভার কাউন্সিলর শফিউল আলম চৌধূরী মুরাদ, আজম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, সাবেক ছাত্রলীগ আহ্বায়ক শায়েস্তা খান, কাজী বাহাদুর খান, আরশাদ আলী হেলাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম উদ্দিন আরজু মেম্বার, নুরুল আলম জিকু, বাবুল খান রওশন আারা মেম্বার প্রমুখ, অনুষ্ঠানে ৬শতাধিক দুস্থ মানুষের মাঝে ৮ কেজি করে চাল বিতরন করা হয়।