কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে সেবা প্রদানের জন্য কুমিল্লা জেলার লালমাই উপজেলার প্রথম ফ্রি অক্সিজেন ও অক্সিমিটার সরবরাহ প্রদান কার্যক্রম শুরু করেন “সেভ লালমাই ” নামক সামাজিক সংগঠন। গত ২১ জুলাই ২ নং বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রাম নিবাসী, আলীশহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক, আব্দুর রব মাষ্টার কে প্রথম অক্সিজেন ও অক্সমিটার সরবরাহ করা হয়, এরই ধারাবাহিকতায় বিগত ১৩ দিনে প্রায় ৯০ জন রোগীকে অক্সিজেন ও অক্সিমিটার সরবরাহ করেন,তারমধ্যে বাগমারা ২০ শয্যা হাসপাতালে প্রায় ২১ জনকে অক্সিজেন সরবরাহ করেন।
আজ ২ রা আগস্ট সেভ লালমাই এর পক্ষে বাঘমারা ২০ শয্যা হাসপাতালে ৫ টি অক্সিজেন,৫ অক্সিমিটার প্রদার করেন। হাসপাতালের পক্ষে আরএমও ডাক্তার আনোয়ার উল্লাহ তা গ্রহন করেন।এ সময় উপস্থিত ছিলেন, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, সেভ লালমাই এর প্রধান পরিচালক মোঃ ইমাম হোসাইন, পরিচালক, মোঃ ইকবাল হোসাইন, পরিচালক, মিয়াজী মোঃ রিয়াদ হোসাইনসহ অন্যান্যরা।