মহামারী করোনার চিকিৎসা সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে ৩১ শয্যা বিশিষ্ট মনোহরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। (৮ আগষ্ট) রবিবার দুপুরে মন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মহিতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল কবির, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, কামাল হোসেন, আলমগীর হোসেন, মাষ্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল প্রমুখ।