চট্রগ্রামের সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির দশম কার্যকরী পরিষদের সদস্য ও মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বেগম সাদেকুন্নাহার তামান্নার স্বামী মোঃ ইত্তেফাক উদ্দীন (৪২)হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায়
হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পৌরসভার ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ ইত্তেফাক উদ্দিন মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান।
তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সোমবার পৌরসদর আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।