1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যাপক ডাক্তার শাহরিয়ার চৌধুরী একজন সম্মুখ যোদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

অধ্যাপক ডাক্তার শাহরিয়ার চৌধুরী একজন সম্মুখ যোদ্ধা

_____বাংলাদেশ জাতীয় জনতা ফোরাম তাঁহার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪১ বার

করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় সরকারের পক্ষ থেকে মসজিদে জনসমাগম রোধে যে নির্দেশনা জারি করা হয়েছে, তা প্রত্যাহার করে মসজিদগুলো উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানান জাতীয় জনতা ফোরামের নেতৃবৃন্দ ।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক, ও ( ড্যাব -) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। শাহরিয়ার চৌধুরীর রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে দোয়া মাহফিল আয়োজন করা হয়। আজ বুধবার ( ১১ আগস্ট ) বিকেলে রাজধানী মগবাজার ওয়ারলেস তাকওয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক, মানবাধিকার সংগঠক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন, করোনা ভাইরাস মহামারী থেকে পরিত্রানের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহ গ্রহনযোগ্য ও প্রশংসনীয়। তবে মুসল্লিদের সংখ্যা নির্ধারনের কারনে বিভিন্ন স্থানে মসজিদে তালা লাগানো, ইমাম-মুআজ্জিন, প্রবীণ ও নিয়মিত মুসল্লিদের হয়রানি অত্যান্ত বেদনাদায়ক। অলিদ তালুকদার বলেন কাঁচা বাজারগুলোতে দীর্ঘ সময় পর্যন্ত জনসমাগমের বৈধতা থাকলে আল্লাহর ফরজ বিধান জুম্মা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অজু ও পবিত্রতার সাথে স্বল্প সময়ে সাধারণ মুসল্লিদের মসজিদে উপস্থিতির ব্যাপারে কঠোরতা আরোপ ও সংখ্যা নির্ধারন যুক্তি সংগত নয়।

তিনি বলেন, আল্লাহর বিশেষ রহমত অর্জন এবং আল্লাহর গজব করোনা মহামারী থেকে মুক্তি লাভের জন্য সংখ্যার শর্ত তুলে দিয়ে সীমিত সময়ে মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানাচ্ছি। এ মহৎ উদ্যোগ আল্লাহর রহমতকে তরান্বিত করবে এবং দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ।

অলিদ তালুকদার বলেন- অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী তিনি এই মহামারি করোনাভাইরাস আসার পর থেকে প্রতিমুহূর্তে দিনে-রাতে সেবা করে যাচ্ছেন একজন সম্মুখ যোদ্ধা হিসেবে । তিনি চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও ( ড্যাব -) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
অন্যদিকে দেশের একমাত্র গুরুত্বপূর্ণ মর্যাদার আসন সিলেট – ১ এর যোগ্য অভিভাবক, কান্ডারী, হিসেবে, দলের তৃণমূল কর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতীক, বিশ্বাস, নজীর স্থাপন করে অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেট এই গুরুত্বপূর্ণ আসনের একজন মুকুট সম্রাট হিসেবে সকলের নিকট রয়েছেন অদৃশ্য । তাঁহার প্রতিষ্ঠিত সুনামধন্য মেডিকেল কলেজ হাসপাতাল নর্থ ইস্ট সর্বোচ্চ এই মহামারি করোনাভাইরাস এর রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নিরলসভাবে । আর সেই রোগিদের সার্বিক বিষয়ে সেবা ও চিকিৎসা দিতে দিতে ক্লান্ত হয়ে আজ তিনি ডাক্তার শাহরিয়ার চৌধুরী নিজেই করোনা আক্রান্ত হয়ে এই নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ভর্তি। অলিদ তালুকদার – তিনি শাহরিয়ার চৌধুরীর রোগমুক্তি কামনা করে সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করে সকলের নিকট দোয়া চেয়ে দেশবাসীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিকট দোয়া করার আহবান জানান ।

অলিদ তালুকদার আরও বলেন, ইবাদত-বন্দেগীর পাশাপাশি সচেতনতার সহিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মহামারির সময় হোম কোয়ারেন্টাইন, আইসোলিয়েশন, লকডাউনসহ এধরনের সতর্কতা অবলম্বনের কথা দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন – সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহি আল ফয়সাল , যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ সপ্নীল সরকার , সদস্য কবি হাসানুল কাদের মির্জা, সদস্য তোফায়েল আহমেদ, মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাঃ কারি মাওলানা রশীদ আহমদ, সহকারী শিক্ষক হাঃ কারি মাওলানা আখতারুজ্জামান প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম