1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমন রোপণে ব্যস্ত বোরহানউদ্দিনের কৃষক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি জানুয়ারীতে ড্যান গ্রেডিং সার্টিফিকেট প্রদান করবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম সংঘাতময় পরিস্থিতিতে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করার জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান” মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৫  ১৩ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত নকলায় মহান বিজয় দিবস পালিতনকলায় মহান বিজয় দিবস পালিত

আমন রোপণে ব্যস্ত বোরহানউদ্দিনের কৃষক

মনিরুজ্জামান, ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২২৮ বার

আমন রোপণে বেশ ব্যস্ত সময় পার করছেন ভোলার বোরহানউদ্দিনের চাষিগন। আউশ মৌসুমে ধানের তুলনামূলক বেশি দাম পেয়েছেন এখানকার চাষীগন। করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইনিঞ্চ জমি ্ও ফাঁকা রাখা যাবে না, এতে উদ¦ুদ্ধ হয় তারা।পর্যাপ্ত সার,ঔষধ মজুত থাকায় কৃষকরা উদ্বুদ্ধ হয়ে ঝুকছে আমন আবাদে। এমন বক্তব্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকের।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি বছরে আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৫ শত হেক্টর জমিতে উপশী এবং ২ হাজার ৯শত হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে তাদের লক্ষ্যমাত্রা ৮০ ভাগ অর্জিত হয়েছে।

সরেজমিনে বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সংশ্লিষ্ট ব্লকের কৃষক মালেক, এছহাক আলী ও রেশাদ আলী জানান তারা যথাক্রমে ৩,২,১ একর জমি আমন চাষের আওতায় আনেন।যার প্রায় ৮০ ভাগ রোপণ করা হয়েছে। জালা কিংবা সারের কোন সমস্যা নাই বলেন জানান তারা। এছাড়া ব্রি ধান ৫২, ৭৬ বিনা ধান-১৭, ২০ এবং স্থানীয় কার্তিক সাইল, মধুমালতি, সাদা মোটা, সাদা চিকন, রাজাসাইল ধানের চাষ হবে বলে জানান তারা
কুতুবা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের চাষি অহিদ সর্দ্দার জানান,তিনি ৩ একর, মোতাহার আড়াই একর ও জলিল দেড় একর জমিতে চাষ করেন। তারা বলেন,সার ,ঔষধে সমস্যা হয় না।তাছাড়া কোন সমস্যার পড়লে কৃষি অফিসার তাকে সহযোগিতা করেন ।বড় মানিকা বাটামারা গ্রামের কৃষাণি সুমাইয়া বেগম বলেন,১ জমিতে তিনি এবার আমন আবাদ শুরু করছেন। একই এলাকার রবি আলম বলেন,১০কড়া জমিতে তিনি আউশ ধান করছিলেন।

সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্গাচাষি হরজন আলী( ৫৫)জানান,৪ একর জমিতে তিনি বিআর- ২২ জাতের ধান চাষের সিদ্ধান্ত নেন।সেই অনুসারে বীজতলা প্রস্তুত করেন। আমন রোপনের কাজ পুরোদমে শুরু করেছেন তিনি।
টবগী ইউনিয়নের নুর হোসেন হাওলাদার,কাচিয়া ইউনিয়নের উত্তম কুমার দাস,পক্ষিয়া ইউনিয়নের নাছির,হাবিবুল্যাহ জানান,তারা আউশের চেয়ে আমন চাষ বেশি করেছেন।চলতি বছর ফলন ও দাম বেশি পাওয়ায় তারা আমন চাষে আগ্রহী হন।এছাড়া ব্রি-৫২ জাতের ধানটি জলসহায়ক এবং বেশি ফলন দেয় বিধায় তারা আমন চাষে বেশি আগ্রহী হয়েছেন।

সাচড়া ৬ নং ওয়ার্ডের বাথান বাড়ির কৃষক শহিদুল মীর,জানান ১০ একর জমির মধ্যে জোয়ারের আগে ২ একর রোপন করি।পানিতে তলিয়ে থাকার কারনে রোপনকৃত ধানের অর্ধেক নষ্ট হয়ে যায়। এখন ৪৩০০ টাকার জালা কিনে চারা সমস্ত জমিতে আমন রোপন করছেন। এমনই এক চাষি বাথান বাড়ির গ্রামের শাফিজল হক ৷ সে জানায়, প্রতি একর জমিতে ধান রোপনের জন্য জমি তৈরি, চাষ, সার, কিটনাশক, শ্রমিক, জমি থেকে ধান ঘরে তোলা পর্যন্ত পরিচর্যা, আগাছা দমন, ধান কাটা ও মাড়াই সহ প্রায় ১৯ হাজার টাকা খরচ হবে। একই গ্রামের ইউসুফ কাজি জানান, চলতি মৌসুমে ৪ একর জমিতে আমনের চারা রোপন করবে ৷ একর প্রতি ৩৫-৪০ মন করে ভালো ফলন হলে ও দাম ভালো পেলে লাভের মুখ দেখবে ৷

উপসহকারি কৃষি কর্মকর্তা ফিরোজ আলম,বিশ^জিৎ দে,খায়রুল আলম মুন্সি জানান,তাদের ব্লকগুলো আমন রোপন শেষ হয়েছে।ব্রি-৫২ ধানটি জলসহিষ্ঞু ও ফলন ভালো বিধায় তারা কৃষকদেরকে এটা চাষে পরামর্শ দিয়েছেন।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারক জানান, আমনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আধুনিক প্রযুক্তি লাইন,লেগো,পার্চিং ঠিক রেখে কাজ করছে কৃষকরা । উপসহকারি কৃষি কর্মকর্তার মাঠ পর্যায়ে সব সময় মনিটরিং করছে।তাই কৃষকরা খুবই উজ্জীবিত। টার্গেট পূরণ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম