1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুরার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে অশুভ ও বাতিল শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা চৌদ্দগ্রামে দেশীয় ফল রক্ষায় নিজ উদ্যোগে কাঠবিড়ালী নিধন করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আব্দুল লতিফ চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন– রংপুর ডিআইজি, চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত!

আশুরার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে অশুভ ও বাতিল শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে

_________মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২১৮ বার

বাংলাদেশ জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক ও মানবাধিকার সংগঠক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেছেন, ইসলামের ইতিহাসের অনেক বড় বড় বিষয় ও ঘটনাবলী আশুরার সাথে সম্পর্কিত। আর এসবের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হলো কারবালা প্রান্তরের নির্মম শাহাদাৎ। সেদিন ইয়াজিদ বাহিনীর বর্বরতায় রাসূল (ﷺ)-এর দৌহিত্র ইমাম হোসাইন বিন আলী (রা.)-সহ তাঁর পরিবার-পরিজন নৃশংসভাবে শাহাদাত বরণ করেন। যা ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনা। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এমন আত্মত্যাগ ও কোরবানীর ঘটনা ইতিহাসে নজিরবিহীন। তাই আশুরার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে অশুভ ও বাতিল শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আজ ( ২০ আগস্ট শুক্রবার -) বিকেলে রাজধানীর মগবাজার ওয়ারলেস একটি মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এর আয়োজিত ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

অলিদ তালুকদার বলেন, অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক হয়ে ময়দানে দাঁড়িয়ে অপশক্তি ও বাতিলের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলাই পবিত্র আশুরার প্রকৃত শিক্ষা। মূলত, আশুরার প্রতিটি ঘটনার মধ্যেই রয়েছে সুমহান শিক্ষা ও প্রেরণা। বস্তুত, ইসলামে জুলুমতন্ত্র, ফ্যাসিবাদ ও স্বেচ্ছাচারিতার কোন স্থান নেই। তাই সমাজ থেকে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন উৎখাত করে গণমানুষের জন্য কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠা করতে কারবালার শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কোন বিকল্প নেই। মূলত, সকল প্রকার জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্র উপেক্ষা করে সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় সিসাঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ হওয়া সময়ের সবচেয়ে বড় দাবি। তিনি হযরত হোসাইন (রা.) এর শাহাদাতের তামান্নায় উদ্বুদ্ধ হয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক, হাইকোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সপ্নীল সরকার, যুগ্ম আহবায়ক, তোফায়েল আহমেদ, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, সদস্য রায়হান হোসাইন, সদস্য সাখাওয়াত হোসেন, ও নুরুন্নবী উজ্জ্বল প্রমুখ । আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে তিনি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার আরও বলেন, পবিত্র আশুরা ইসলামের ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো কারবালা ট্রাজেডি। ৬১ হিজরীতে রাসূল (ﷺ)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) তার পরিবার-পরিজনসহ কারবালা প্রান্তরে শাহাদাতের মাধ্যমে যে ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করে গেছেন তা উম্মতে মুসলিমার জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত। মূলত, যেকোন আদর্শ প্রতিষ্ঠায় ত্যাগ ও কোরবানীর কোন বিকল্প নেই। আর ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য ত্যাগের প্রয়োজন আরও অনেক বেশি। তাই ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরও ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে ময়দানে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি কারবালার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে শান্তির বিশ্ব প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net