কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে ওমর ফারুক (১৯) নামের এক যুবক আত্মহত্যা করছে বলে খবর পাওয়া গেছে।
সে বর্ণিত ইউনিয়নের কালির ছড়া উত্তর পাড়া এলাকার রমজান আলীর ছেলে।
১৯ আগস্ট মাগরিবের সময় এ ঘটনাটি ঘটে তার শয়ন কক্ষে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মাহমুদুল হাসান মিনার জানিয়েছেন, আত্মহত্যাকারী যুবক মাদকাসক্ত ছিল, প্রায় সময় মাদকের টাকার জন্য পিতা-মাতাকে নির্যাতন করে আসছিল। কয়েকবার তাকে শাসন করে ভাল হয়ে যাওয়ার পরামর্শ দিলেও কারো কথা কর্ণপাত করেনি৷
ঘটনার দিন সকালে অভিভাবকদের অভিযোগে তার শয়ন কক্ষ থেকে দুইটি লম্বা দা উদ্ধার করে নিয়ে আসা হয়। ঐ দা দু’টি পিতা মাতাকে কোপানোর উদ্দেশ্যে মজুদ করে রাখছিল। এ সময় তাকে পূনরায় মাদক ছেড়ে ভাল পথে চলা আসার অনুরোধ করেন মেম্বার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা।
এতে ক্ষুব্ধ হয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা মাগরিবের নামাজের ওযু করতে নলকূপ এবং অন্যান্যা কাজে ব্যস্ত থাকার সুযোগ তার শয়ন কক্ষে রশি দিয়ে বাড়ির ভীমের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।