২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ ওসমান গনি লিটন এর সার্বিক ব্যাবস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এড. জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন, গাজীপুর সিটি’র ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মর্ধ্য দিয়ে শুরু হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম গায়েন এর সঞ্চালনায় অনুস্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজনীন আক্তার ছিন্ডা, সাবেক গাজীপুর মহানগর ছাত্র লীগের সহ-সভাপতি ও কাশিমপুর মেট্রোপলিটন থানা ছাত্র লীগের সভাপতি এবং আগামী দিনের গাজীপুর মহানগর ছাত্র লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সায়মন সরকার, বাংলাদেশ তাঁতি লীগের গাজীপুর জেলা (একাংশ) সভাপতি নুরুজ্জামান চিশতিসহ আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীসহ আরও অনেকে।
বঙ্গবন্ধুর পরিবারের সকল সহিদদের জন্য দোওয়া ও মোনাজাতের মার্ধ্যমে শেষ হয়।