নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে শহীদ নুরুল হক
বীর উত্তম প্রাথমিক বিদ্যালয় ও শহীদ নুরুল হক বীর উত্তম স্মৃতি সংসদের উদ্যোগে ত্রান বিতরণ করা করা হয়।
১৮ই আগষ্ট (বুধবার) বেলা ১১টার সময় বীর উত্তম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সিরাজপুর ৫নং ওয়ার্ড বীর উত্তমপাড়ার বৃত্তবানদের অর্থায়নে অত্র এলাকার হতদরিদ্র শিক্ষার্থী,অভিবাবক, ও করোনা মহামারীতে কর্মহীন ২৬০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
জনাব বীর মুক্তিযোদ্ধা মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কাজী আবু ইউছুফ মোঃ ফারুক।
ত্রাণ বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, গোলাম মাওলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান উল্যাহ, সাবেক শ্রমিক নেতা আবুল কাশেম,ও শহীদ নুরুল হক বীর উত্তম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ত্রাণ বিতরণ শেষে শহীদ নুরুল হক
বীর উত্তম প্রাথমিক বিদ্যালয়ের সরকারীকরণ ও সার্বিক বিষয়ে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।