1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় উৎসাহের মধ্য দিয়ে গণটিকা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ৮ হত্যা মামলার আসামী ঠিকাদার তোফায়েল আটক ঈদগাঁও’র নতুন অফিস বাজার সভাপতি ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সালাউদ্দিন চৌধুরী ঈদগাঁওতে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত আধুনিক মালয়েশিয়ার স্থপতি  মাহাতির মোহাম্মদ আর নেই মেদাকচ্ছপিয়া থেকে ৪০ কেজি গাজাসহ মাদক কারবারি আটক মীরসরাই উপজেলা বিএনপির বিপ্লব সংহতি দিবস পালন উচ্চ আদালতের নিষেজ্ঞা অমান্য করার অভিযোগ রাউজানে চার ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর নকলায় পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪ মাগুরায় বি এন পি নেতার ইন্তেকাল!

গাইবান্ধায় উৎসাহের মধ্য দিয়ে গণটিকা প্রদান

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার

গাইবান্ধায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকা প্রদান শুরু হয়েছে। জেলার মোট ৯৩টি টিকা কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়। বিকেল ৩টায় টিকা প্রদান কাজ শেষ হয়।

শনিবার (০৭ অগাস্ট) বিকেলে গাইবান্ধার সিভিল সার্জন আ.ক.ম. আখতারুজ্জামান বলেন, জেলায় ৫৫৮ জন স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করেন। তাদের সহযোগিতা করেন স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা। জেলায় ৫ হাজার ২০০টি সিনোফার্ম কোম্পানির টিকা প্রদান করা হয়েছে। শান্তিপুর্ণ পরিবেশে টিকা প্রদান কাজ সম্পন্ন হয়।

শনিবার সকালে গাইবান্ধা পৌরসভার আবদুল হাই আকবর আলী খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, করোনার টিকা নেওয়ার জন্য মানুষের ভীড়। তারা প্রচন্ড রোদের মধ্যে সারিবদ্ধভাবে টিকার জন্য অপেক্ষা করছেন। এরমধ্যে নারীর সংখ্যাই বেশি। মাঠে দেখা গেল, সারিবদ্ধ লাইন ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ খাতায় টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করছেন, কেউ টিকা দিচ্ছেন। কিভাবে নিবন্ধন করছেন, জানতে চাইলে রায়হান চৌধুরী নামে এই কেন্দ্রের এক কর্মী জানান, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তারা প্রথমে খাতায় টিকা গ্রহনকারিদের নাম নিবন্ধন করছেন। পরে তা ট্যাবে তুলবেন। নিবন্ধন করতে সময় লাগছে তিন-চার মিনিট।

এই কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় এই কেন্দ্রে টিকাদান শুরু হয়। শেষ হয় দুপুর দুইটায়। এখানে সিনোফার্ম কোম্পানির ২০০টি টিকা প্রদান করা হয়। জাতীয় পরিচয়পত্র দেখেই সবার টিকা দেওয়া হচ্ছে। জেলায় ৫৫৮ জন স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করেন। তাদের সহযোগিতা করেন জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের (বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী) কর্মীরা। তারা টিকা নেওয়ার নিবন্ধন ও টিকা প্রদানের কাজে সহায়তা করেন। এই টিকা কেন্দ্রে আসা মানুষের ভীড় ছিল। তবে উপচেপড়া ভীড় ছিল না।

যারা টিকা নিতে এসেছেন তাদের বয়স ৫০ থেকে ৬০ বছর হবে। কিন্তু এই কেন্দ্রে যারা টিকা নিতে আসেন, তাদের বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। কেন্দ্রে প্রচার প্রচারণার জন্য দেখা যায়নি তেমন ব্যবস্থা। সকাল ১১টার দিকে এই কেন্দ্রে পরিদর্শনে আসেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান। মেয়র জানান, টিকা কেন্দ্রে বসার ব্যবস্থা ও টিকা নেওয়ার পর বিশ্রামের জন্য বেঞ্চ রাখা হয়েছে। কেউ হঠাৎ অসুস্থ হলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগের জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম