গাজীপুর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ ওসমান গনি লিটন এর উদ্যোগে তার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে বুধবার সন্ধ্যা ৭টায় টায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন ব্যানার ব্যবহার নির্দেশনা অনুযায়ী পালন করার আহ্বান জানান গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটন, তিনি আরও বলেন, মহামারী করোনাকালীন সময়ে প্রতিটি কর্মীকে মানব সেবায় নিয়োজিত থাকার আহবানও জানান।