খাগড়াছড়ি গুইমারার দক্ষিণ হাজীপাড়াতে দাম্পত্য কলহের জের ধরে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে।
১০ আগষ্ট ৬ ঘটিকায় মোছাঃ জান্নাতুল ফেরদৌস-(২৩) স্বামীঃ আলী হায়দার (বিদেশ ফেরত) দাম্পত্য কলহের জের ধরে বিষপান করে বলে দাবী করে হায়দার আলীর স্বজনেরা। তারা জানান বিষপানের বিষয় জানতে পেরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় যে, বিবাহের পর হতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও দাম্পত্য কলহ বিরাজমান ছিল। সরেজমিনে গিযে জানাযায় কিছুদিন পূর্বে বিদেশ থেকে বাড়ীতে আসে হায়দার আলী কিন্তু স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দেওয়ায় গত বুধবার ঢাকায় চলে যায় এবং ২ মাসের অধিককাল ছুটি বাকি থাকা সত্ত্বেও গতকাল বিদেশ চলে যাওয়ায় তার স্ত্রী অভিমানে বিষপান করে আত্নহত্যা করে।
অপরদিকে জান্নাতুল ফেরদৌসের আত্নহত্যার বিষয়ে জানতে চাইলে তার পিতা আবু তাহের বলেন আগে ময়নাতদন্ত শেষ হোক তারপর কি ব্যাবস্হা নেব আপনাদের জানানো হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
উল্লেখ্য যে জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়াতে ।