উদ্যোক্তা ও গ্রাহকের বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম ডিজিটাল প্লাটফর্ম ফর এন্টারপ্রেনারস (ডিপিই) এর বর্ষপূর্তি হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণ জনিত কারনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামটি৷
ডিপিই এর প্রতিষ্ঠাতা ও এডমিন মুশফিক উর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা৷
ডিপিই এর মডারেটর মোনায়েম আহমেদ সুহানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- মডারেটর নিপা নিহা, আয়েশা সিদ্দিকা, উদ্যোক্তা সাকিব জুবায়ের, ইসরাত জাহান বিউটি, এস এম আসাদ, রাশেদা আকতার, মাসুমা ইসলাম, রিমা আকতার, জিন্নাত রিমা, আয়েশা আশা, সাজেদা চৌধুরী রেজভী, মো. দস্তগীর জিসান, জান্নাত তাসনিম, সোনিয়া খান, জান্নাতুন নূর, হাফিজা আকতার মিতু, প্রলয় সাহা প্রমুখ৷
এতে আরো নবীন উদ্যোক্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।