শ্রীনগর-দাহার রাস্তার নীচ দিয় সুরঙ্গ কর ড্রজা রর পাইপ নওয়ার সময় তা বন্ধ কর দিয়ছ শ্রীনগর উপজলা প্রশাসন। মঙ্গলবার বিকাল শ্রীনগর উপজলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘাষ ভাগ্যকূল ইউনিয়নর হরিসভার সামন উপস্তি হয় পাইপ অপসারণ ও সুরঙ্গ বন্ধর নির্দশ দন।
জানা গছ, শ্রীনগর উপজলা বিকল্পধারার নতা আব্দুল্লাহ আল-মামুন ও ভাগ্যকুল ইউনিয়নর ৩নং ওয়ার্ডর ইউপি সদস্য রতন শাহা’র নতত্ব ৫-৭ জন মিল অবধ এ ড্রজার ব্যবসা পরিচালনা করছ। এত এলাকাবাসীর আশংকা প্রকাশ করন, রাস্তা ভদ করার ফল য কানা সময় তা ভঙ্গ জনগণর দুর্ভাগ সষ্টি হত পার ও সরকারর কাটি টাকা ব্যয় নির্মিত রাস্তার চরম ক্ষতি হত পার।
শ্রীনগর উপজলা নিবার্হী অফিসার বলন, বিষয়টি সামবার সামাজিক যাগাযাগ মাধ্যম এবং টলিফান অনকই আমাক জানিয়ছ। মঙ্গলবার বিকাল, সড়ক ও জনপদর উপ-বিভাগীয় প্রকশলীর উপস্িিতিত রাস্তার নিচর পাইপ অপসারণ করা হয়ছ। এই সড়কর বিভিন স্ান থাকা পাইপর বিষয়ও তালিকা করা হছ। শ্রীঘ্র তাদর বিরুদ্ধ ব্যবস্া নয়া হব।