দীর্ঘদিন যাবত টনসিলের ব্যথায় কষ্ট পাচ্ছিল তানিয়া খানম। বাবা নাই, মা বেঁচে আছেন তবে তিনিও অসুস্থ। আর্থিক অবস্থা খুবই খারাপ। আয় রোজগারের কোন ব্যবস্থা নাই।ব্যয়বহুল এই চিকিৎসা করাতে অপারক তানিয়া খানম এর পরিবার। আজ ৮ আগষ্ট রবিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম মোমিন রোডস্থ নবযাত্রা ফাউন্ডেশন এর কার্যালয়ে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এড. ফয়েজুর রহমান এর মাধ্যমে টনসিল অপারেশনের জন্য সাহায্য কামনা করে রোগী তানিয়া খানম নবযাত্রা ফাউন্ডেশন এর বরাবরে একখানা দরখাস্ত প্রদান করিলে ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আবু মনছুর তৎক্ষনাৎ তার চিকিৎসার দায়িত্ব নেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ফয়েজুর রহমান, সাংবাদিক এম এ কাইয়ুম, সাংবাদিক মোঃ কামাল হোসেন। টনসিল অপারেশনে দায়িত্ব নেয়ায় রোগী তানিয়া খানম নবযাত্রা ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা জানান।