কিশোরগঞ্জের তাড়াইলে প্রয়াত দেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফ এর ম্যুরাল ভাঙার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্টিত হয়।উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মানববন্ধনে আগত নেতাকর্মীরা বলেন, গত ২৯ জুলাই রাতের আঁধারে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফ এর ম্যুরাল ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।ম্যুরাল ভাংচুরের মদদদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান।