ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদরের পদ্মপাড়া নিবাসী, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতির নবীনগর উপজেলা প্রতিনিধি ডাঃ মোঃ নজরুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন।
রোববার দুপুর আনুমানিক ২ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ২০০৮ সাল থেকে নবীনগর প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় দীর্ঘদিন যাবৎ নবীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। তাছাড়া তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাহার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।