কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বঙ্গবন্ধু মুড়্যালে আজ রবিবার সকাল ১১.টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের সোনা বেরি গ্রামে অসহায় ও আশ্রয়হীন মানুষের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পে ১১পরিবারের মাঝে ত্রাণ, চারাগাছ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুউদ্দিন কালু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা নির্বাহি অফিসার লামইয়া সাইফুল, ভূমি কর্মকর্তা আশরাফুল হক, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আ,স,ম আবদুর নূর, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, উপজেলা নির্বাচন অফিসার সুফিয়া সুলতানা, পিআইও শামীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমবায় অফিসার কেফায়েত উল্লাহ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার সজল বরুড়া, বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রশিদ মজুমদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জনাব সাইফুল ইসলাম, ইউপির সকল সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইউনিয়ন কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।