1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে দিন বদল ভোলায় আমনের আদর্শ বীজতলা প্রস্তুতিতে ব্যস্ত কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! বুখারী শরীফ খতম এবং প্রচার বিদআত নয়: মুফতি কুতুব উদ্দিন নানুপুরী ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে দিন বদল ভোলায় আমনের আদর্শ বীজতলা প্রস্তুতিতে ব্যস্ত কৃষকরা

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাত ঃ
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৯২ বার

বোরো ফসল ঘরে তোলার পর আমন চাষের নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কৃষকগন। বীজতলা প্রস্তুুতিতে ব্যস্ততম সময় কাটছে তাদের। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এখানকার কৃষকরা। প্রযুক্তির ছোঁয়া কৃষকদের ঘরে ঘরে। প্রযুক্তির ছোয়ায় আমুল বদলে যাছ্চে এ এলাকার কৃষি ব্যবস্থা। উদ্যোমী কৃষকগন নতুন নতুন প্রযুক্তি গ্রহন করছে। লাভবান হচ্ছে তারা।দিন বদল হচ্ছে কৃষকদের।এক কথায় গ্রামীন কৃষি অর্থনীতি গতিশীল হচ্ছে দ্বীপজেলায়।কৃষিক্ষেত্রে যুক্ত হওয়া এমন একটি প্রযুক্তি হচেছ কমিউনিটি ও আদর্শ বীজতলা।

শষ্য ভান্ডার হিসাবে পরিচিত দ্বীপ জেলা ভোলা।জেলার বোরহানউদ্দিন উদ্দিন উপজেলায় প্রতিটি আদর্শ বীজতলা তৈরীতে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্বতিটি।কমিউিনিটি বা আদর্শ বীজতলা তৈরী করায় কৃষকদের ধান উৎপাদ খরচ ৩০ থেকে ৩৫ ভাগ কম লাগছে এমন কথা বললেন কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা খায়রুল আলম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃফিরোজ আলম।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫হাজার ৫শত হেক্টর জমিতে উপশী এবং ২ হাজার ৯শত হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। যার বিপরীতে ্১ হাজার ২৭৫ হেক্টর জমিতে বীজতলা তৈরী করা হয়েছে। যার মধ্যে উচ্চফলনশীল ১০৩৩ হেক্টর , ও স্থানীয় জাতের ২৪২ হেক্টর।

গত শনিবার বাটামারা ব্লকের মোঃ নাছিরের সাথে কথা হয়। তিনি জানান, একসাথে এক একর জমিতে ব্রি ধান ৫২ এর আদর্শ বীজতলা তৈরির কথা। উপজেলার পক্ষিয়া,টবগী ও কুতুবা ইউনিয়নের কয়েকটি ব্লকের আধুনিক বীজতলা পরিদর্শণে গেলে টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষক বিরান চন্দ্র দাস,নিরব,রিপন ইব্রাহিম,পক্ষিয়া ইউনিয়নের আকতার,মালেক,আলমগীর,কুতুবা ইউনিয়নের অহিদ সর্দার,আমির হোসেন,গংগাপুর ইউনিয়নের সবুজ,বেল্লাল,আলমগীর জানায়,উপজেলা কৃষি অফিসার বিভিন্ন ট্রেনিং এর সময় আমাদেরকে আদর্শ পদ্ধতিতে বীজতলা বপন করতে বলেছেন। মাঠ পর্যায়ের অফিসারগন আমাদেরকে ১মিটার পাশ এর পর একটু জায়গা খালি রেখে (আলাদা আলাদা বেড করে আদর্শ বীজতলা) ধান রোপণ করত বলছেন।বীজতলায় তারা ব্রি ধান ৫২,৭৬ বিনা ধান-১৭,২০ এবং স্থানীয় কার্তিক সাইল,মধুমালতি,সাদা মোটা,সাদা চিকন,রাজাসাইল বীজ ধান লাগান বলে জানান। তারা জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগীতা ও পরামর্শে ওই পদ্ধতিতে বীজতলা তৈরী করেন। প্রচলিত পদ্ধতির চেয়ে আদর্শ পদ্ধতিতে যে কোন জমিতে বীজতলা করলে তা থেকে চারা উঠানো খুবই সহজ। তাছাড়া এ পদ্ধতিতে বীজতলা তৈরী করলে বীজ,শ্রম সার,কীটনাশক স্প্রে,সেচ দেওয়া সহজ ও সময় কম লাগে।পূর্বের পদ্ধতিতে তৈরী বীজতলার চারা দিয়ে ২.৫ একর জমি রোপন করতে ৫০ কেজি বীজের চারা লাগত। আদর্শ বীজতলার ক্ষেত্রে ওই পরিমান জমিতে লাগে ৩৫ কেজি বীজ এর চারা। এ সময় কৃষি কর্মকর্তা কয়েকটি বীজতলা পরিদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক জানান,আদর্শ পদ্ধতিতে বীজতলা করলে সব দিক দিয়েই উপকৃত হয় কৃষক। এছাড়া ও চারায় ছত্রাক জনিত বাকানী রোগ হলে কিংবা বিজাত বাচাই করে চারা উপড়ে ফেলতে সহজ হয়।তিনি আর ও জানায়,বিভিন্ন প্রকল্প ভিক্তিক প্রশিক্ষণের সময় কৃষকদেরকে আদর্শ বীজতলা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম