বাঁশখালী পৌরসভা ছাত্রদলের উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মাধ্যমে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রি বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।
গত ১৫ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম তৈয়বের সভাপতিত্বে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদল নেতা আব্দুল গফুর, মাহমুদুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, আকরাম, ইশতিয়াক মাহমুদ, শওকত হোসাইন, জাহেদুল ইসলাম, জুবায়ের আহমদ, মোহাম্মদ পারভেজ, রাকিব সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌরশহরের আজাদাবাদ মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।