ভোলার বোরহানউদ্দিন উপজেলায় করোনাভাইরাসে গণ টিকাদান কর্মসূচি শনিবার পালিত হয়েছে। সারা দেশের সাথে সঙ্গতি রেখে এখানে ৯ ইউনিয়ন ও পৌর সভার প্রায় ৬ হাজার মানুষকে গন টিকার আওতায় আনা হয়েছে। এসব তথ্য উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে প্রাপ্ত।
বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান জানান, শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নয়টি ইউনিয়ন ও পৌরসভায় টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম পর্যায়ে ইউনিয়নগুলোর ১,২, ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের ভ্যাকসিন এর আওতায় আনা হলেও পর্যাক্রমে প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদেরকে এ ভ্যাকসিন এর আওতায় আনা হবে। তিনি আরো জানান প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে মাধ্যমিক তালিকা তৈরি করে নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার ডাক্তার তপতী চৌধুরী বলেন, সিনোফার্ম টিকার মাধ্যমে আজ এক দিনের ট্রায়াল ক্যাম্প শেষ হয়েছে। ইতিমধ্যে অ্যাক্ট্রেজেনিকা করোনার ভ্যাকসিন আমরা হাতে পেয়েছি। আগামী ২/১ দিনের মধ্যে যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেনি তাদেরকে এই টিকা প্রদান করা হবে । হাসপাতালে নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।