1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক রাজশাহীতে মেয়ের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ   পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রামবাসীর তোপের মুখে পিছু হটলো প্রশাসন মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোট খুটাখালীর ব্যবসায়ী নাসির উদ্দীন বাবুলের বিরুদ্ধে মিথ্যাচার  ও হয়রানির অভিযোগ! ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাউজানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৭৬ বার

চট্টগ্রামের রাউজানে প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন সাংসদ ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল হারুন। সভা শেষে বিভিন্ন নারী-পুরুষ উদ্যোক্তাদের ঋণ প্রদান, ১৩জন দরিদ্র নারী-পুরুষকে ইসলামি ফাউন্ডেশন থেকে ৪৯ হাজার টাকা যাকাত প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এছাড়া উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা সহ জনপ্রতিনিধিদের মাঝে উন্নত খেজুর বিতরণ করেন প্রধান অতিথি। সকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খাঁনের পরিচালনায় সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ করেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী। এছাড়া রাউজান পৌরসভার পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষা বৃত্তি প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর সচিব অনিল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাউজান পৌরসভা যুবলীগের পক্ষ থেকে ছয় বান ঢেউটিন বিতরণ করা হয়। পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকনের সঞ্চালনায় ছয়টি দুঃস্থ পরিবারে ঢেউটিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net