1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শোক দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের খাদ্যসামগ্রী দিলেন বাবলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

শোক দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের খাদ্যসামগ্রী দিলেন বাবলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৬৫ বার

জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকার হিজরা সম্পাদায়, পরিছন্ন কর্মী, স্কুল শিক্ষক-শিক্ষিকা, শ্রমিকসহ ৫০০ শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, লবন, তেল, আলু,আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

শনিবার (৭ আগস্ট) দুপুরে জুরাইনে নিজ কার্যালয়ের সামনে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় বাবলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকা সময় বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু তৎকালীন কিছু স্বার্থান্বেষী মহলের বিরোধীতার কারণে তিনি তা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান জি,এম কাদেরের নির্দেশে জাতীয় শোক দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আমার সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছি।

তিনি আরো বলেন, অনেকেই বঙ্গবন্ধুকে বিশেষ দলের সম্পদ মনে করেন, তারা বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্ধি করে রাখতে চায়। বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্ধি করে রাখা জাতির জন্য দুঃখ জনক।

আমাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধু সার্বজনীন। তিনি কোন বিশেষ দলের নেতাকর্মীদের নয়, তিনি সমগ্র বাংগালী জাতীর পিতা। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন পূরুষ। অধিকার বঞ্চিত স্বাধীনতাকামী মানুষের স্বপ্নের মহানায়ক।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ হিন্দু মহাজোটের সভাপতি ডি,কে সমির প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম