মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সোহানা আক্তার ছোঁয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় অপর আরেক শিশু মুনিয়া আক্তার (৪) গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার
দুপুর দেড়টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় এই সড়কে দুর্ঘটনা ঘটে। ঘাতক অটোরিকশাটিকে স্থানীয়রা আটক করে। তবে চালক পালিয়ে গেছে। নিহত সোহানা দেউলভোগ গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।
নিহতের বাবা জানান, দেউলভোগ বাজার সংলগ্ন মোড়ে তার দোকানে আসে মেয়ে সোহানা ও তার বান্ধবী মুনিয়া। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা এসে দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারাযায় শিশু সোহানা। অপর শিশু মুনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞ জানান, অটোরিকশার চাপায় নিহত শিশুর পরিবারের লোকজন থানা কোনো অভিযোগ করতে রাজি নন। তাই এ ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেন নিতে পারছে না। নিহতের পরিবারের লোকজন শিশুর মরদেহ নিয়ে গেছে।