“এসো যুবক দলে দলে বিকল্প ধারার পতাকা তলে “এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিকল্প যুব ধারার আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের উদ্যোগে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বুধবার ১০ টায় সময় গাদিঘাট গ্রামের আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্ত করন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিকল্পধারা বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার আহবায়ক ডাঃএম এ হাকিম,যুবধারার আহবায়ক মোঃআনোয়ার হোসেন, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, যুবধারার প্রধান উপদেষ্টা আলমগীর কবির, যুবধারার সদস্য সচিব নূর হোসেন সুমন, যুগ্ম আহবায়ক নাজির হোসেন চঞ্চল, শামীম হোসেন বিপ্লব, শামীম আহমেদ, শহীদ দেওয়ান, মাসুদ রানা,মোঃনাদিম ইউনিয়ন যুগ্ন আহবায়ক মেহেদি হাসান উজ্জল প্রমুখ #